পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনায় গতকাল প্রাণ গেল সংগীত শিল্পী ও একজন সিনিয়র হিসাবরক্ষকের। মৃতরা হলেন কক্সবাজারের সংগীত শিল্পী ও কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (৫৮) ও নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সিনিয়র হিসাবরক্ষক আতাউর রহমান (৫৩)।আর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন বাবলু (৬৩) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাতক্ষীরা : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন বাবলু করোনা উপসর্গ নিয়ে গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মৃত্যুবরণ করেছেন। তিনি শহরের রসুলপুর মেহেদীবাগের মুনসুর আলীর ছেলে। গ্রামের বাড়ি সদর উপজেলার দেবনগরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী মাজেদা খাতুন সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টার্ফ নার্স। তিনিও জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে অবস্থান করছেন।
জানা গেছে, মহসিন হোসেন বাবলু জ্বর,গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন ধরে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তিনি জ্বরে আক্রান্ত হলেও করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেননি। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হার্টের চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার দিবাগত রাত একটা ২০ মিনিটে বুকের ব্যথা অনুভুত হলে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বলেন, মহসিন হোসেন বাবলুর নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্য বিভাগের রীতিনীতি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তার বাড়ি লক ডাউন করা হবে। এদিকে, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক মহসীন হোসেন বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফফর রহমানসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
কক্সবাজার : করোনাভাইরাসের কাছে হেরে গেলেন কক্সবাজারের জনপ্রিয় সংগীত শিল্পী দেলোয়ার হোসেন। তিনি ১০ দিন কক্সবাজার সদর হাসপাতালে চিজকিৎসাধীন থাকার পর গতকাল সকাল পৌনে ১১টার দিকে মারা যান। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
কক্সবাজার বেতারের তালিকাভুক্ত সংগীত শিল্পী দেলোয়ার হোসেন কক্সবাজার শহরের ১১ নম্বর ওয়ার্ডের পশ্চিমবাহার ছড়া গ্রামের মৃত বশির আহম্মদের ছেলে। ব্যক্তি জীবনে তিনি কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদ, শব্দায়ন আবৃত্তি একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের সহ-সভাপতি ও শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসীম উদ্দিন বকুল জানান, গত দশ দিন আগে করোনায় আক্রান্ত হলে তাকে কক্সবাজার সদর হাসপালে ভর্তি করা হয়। এর মধ্যে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সকালে তিনি মারা যান।
এদিকে জনপ্রিয় এই সংগীত শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের সভাপতি বেতারের সংগীত প্রযোজক রায়হান উদ্দিন, সহ-সভাপতি বেতারের নাট্য প্রযোজক জসীম উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক বেতারের অনুষ্ঠান ঘোষক ও সংবাদ পাঠক সুনীল বড়ুয়াসহ সংগঠনটির সব সদস্য।
চাঁপাইনবাবগঞ্জ : করোনায় আক্রান্ত হয়ে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সিনিয়র হিসাবরক্ষক আতাউর রহমান মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত শনিবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ‘গত ১৪ জুলাই করোনা করোনা পজিটিভ অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন আতাউর রহমান। অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রামেক হাসপাতালের করোনার আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে রাত দেড়টার দিকে তিনি মারা যান।’ সিভিল সার্জন আরও জানান, ‘আতাউর রহমানের করোনার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও অতিরিক্ত স্থূলতাও ছিল। নওগাঁ জেলার পোরশায় গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।