Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রাম পৌরসভার অধিকাংশ মানুষ জলাবদ্ধতার শিকার

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ৭:৩৭ পিএম

রোববার কুড়িগ্রাম পৌরসভার সর্বত্র ছিল বন্যার প্রভাব। ভারি বৃষ্টিপাত এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহরময় ছিল জলজট। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারে কার্যালয়, জেলা ও দায়রা আদালত, ফায়ার সার্ভিস, হাসপাতাল রোড, কলেজ মোড় থেকে জেলা প্রশাসকের বাসভবন রোড সর্বত্রই পানি আর পানি। যেন স্থবির হয়ে পড়ে কুড়িগ্রাম জেলা শহর। সরেজমিন ঘুরে দেখা গেছে পৌরবাসীর অবর্ননীয় দুঃখ ও কষ্ট। প্রায় ৩০হাজার মানুষ জলজটে পানি বন্দি জীবন-যাপন করছে।
জলাবদ্ধতার কারনে দুর্ভোগে পড়েছে হাটিরপাড়, হাসপাতালপাড়া, রৌমারীপাড়া, কলেজপাড়া, পূর্ব মুন্সীপাড়া, কালিবকসীপাড়া, নামা ভেলা কোপা, টাপু ভেলা কোপা, উঁচা ভেলা কোপা, চর ভেলাকোপা, পুরাতন রেজিস্ট্রি অফিসপাড়া, পাওয়ারহাউজপাড়া, কবিরাজপাড়া, হরিকেশ মাঝিপাড়া, চৌকিদার পাড়া, আমবাড়ি ঘাট, গোরস্থান পাড়া, চামরার গোলা, চরুয়াপাড়া, সরদার পাাড়া, মোক্তার পাড়া, মোল্লাপাড়া, ডাকবাংলা পাড়া,খান পাড়া, কানীয়া পাড়া, মরাকাটা, একতাপাড়া, হাটিরপাড়,নতুন স্টেশন পাড়া, প্রফেসর পাড়া এলাকার কয়েক হাজার মানুষ। জলজটে পড়েছে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারে কার্যালয়, জেলা ও দায়রা আদালত, ফায়ার সার্ভিস, জেনারেল হাসপাতাল, সদর থানা, নার্সেস কোয়র্টার, নার্সিং ইনস্টিটিউট, জেলা প্রশাসকের বাংলো, স্টাফ কোয়ার্টার, ফুড অফিস, খাদ্য গুদামসহ বেশ কয়েকটি অফিস ও গুরুত্বপূর্ন স্থাপনা।
হাসপাতাল পাড়ার শাহিন আহমেদ জানান, এ পাড়ার মুক্তিযোদ্ধা পরিবার,ডাক্তার,স্বাহ্যকর্মী,শিক্ষক সহ প্রায় ৪০ টি পরিবার গত এক মাস ধরে পানি বন্দী জীবন যাপন করছে। পৌর মেয়র ও কাউন্সিলরের কাছে বারবার যোগাযোগ করেও কাজ হয়নি।
হাটিরপাড়ের মকবুল, ইকবাল, সহিদুল ইসলাম, সরদার পাড়ার আবু সাঈদ মুন্না, পুরাতন রেজি: অফিস পাড়ার ফারুক হোসেন, সিরাজুল ইসলাম জানান, পুরনো ড্রেন পরিষ্কারের অভাবে ও কিছু জায়গায় ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমাট বেঁধে থাকেও রাস্তার বেহাল দশার কারণে চলতে অনেক সমস্যা হয়।
কুড়িগ্রাম পৌর সভার মেয়র আব্দুল জলিল জানান, অতি বৃষ্টির কারণে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া বন্যার কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ড্রেনের পানি ধির গতিতে নামছে। এছাড়া কিছু স্থানে ড্রেনেজ ব্যবস্থা নাজুক রয়েছে। এসব স্থানে ড্রেন সংস্কার এবং কিছু স্থানে নতুন ড্রেন নির্মান পরিকল্পনা রয়েছে। আর এ পরিকল্পনা বাস্তবায়িত হলে শহরের জলাবদ্ধতা থাকবে না। কুড়িগ্রাম শহর ধরলা নদীর কোল ঘেষে হওয়ায় বন্যার পানিও ঢুকে পড়ছে। এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ