Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুর ভ্রাম্যমান আদালতে গাঁজা বিক্রেতার সাজা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ৫:২২ পিএম

নীলফামারীর সৈয়দপুরে গাঁজা বিক্রির দায়ে এক যুবকের ছয় মাসের কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওই সাজা প্রদান করেন।

সৈয়দপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত মো. রনি (৩০) ঘটনার দিন গতকাল শনিবার রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে হোটেল নিরিবিলি এন্ড রেস্টুরেন্টের সামনে গাঁজা বিক্রি করছিল। আর গোপনসূত্রে এ খবর পেয়ে সেখানে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন সৈয়দপুর থানা পুলিশ। এ সময় তাঁর শরীর তল্লাশি করে ৮০ গ্রাম ওজনের ১১ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে গাঁজা বিক্রির দায়ে গাঁজা বিক্রেতা মো. রনিকে ছয় মানের বিনাশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমান করা হয়েছে। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম। সাজাপ্রাপ্ত মো. রনি (৩০) সৈয়দপুর শহরের কাজীপাড়া মৃত বাবলুর ছেলে।
ভ্রাম্যমান আদালতে গাঁজা বিক্রেতার সাজার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, আজ রোববার তাকে নীলফামারী কারাাগরে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ