বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২৪ জন। মারা যাওয়া নারী (৫৭) সোনারগাঁয়ের রামগঞ্জ এলাকার বাসিন্দা। অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২২ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৭৪১ জন।রবিবার (১৯ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।
নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৩ জন, সদরে ৭ জন, বন্দরে ৫ জন, আড়াইহাজারে ৫ জন ও সোনারগাঁয়ে ২ জন আক্রান্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৭ জন ও আক্রান্ত ১ হাজার ৯৮৫ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৩ জন ও আক্রান্ত ১ হাজার ৩৩৮ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৩০ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৫০ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫০২ ও মারা গেছেন ১৭ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও ১ হাজার ১৩৬ জন আক্রান্ত।
জেলায় এই পর্যন্ত মোট ২৯ হাজার ৭৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৭ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ হাজার ৯৬ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৭৭০ জন, সদর উপজেলার ১ হাজার ১৯৬ জন, রূপগঞ্জের ১ হাজার ১৫ জন ও আড়াইহাজারের ৪৮৬ জন, বন্দরের ১৮৪ ও সোনারগাঁয়ের ৪৪৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।