বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত দুদিন সিলেটে টানা বৃষ্টিপাত হয়নি। কমতে শুরু হয় সিলেটের নদ-নদীর পানি। এতে করে কমছে নিন্মাঞ্চলে বন্যার পানিও। তবে বেশিরভাগ পয়েন্টে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখন বিপদসীমার নিচে থাকলেও কানাইঘাটে সুরমা নদী এবং ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপরে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার (১৯ জুলাই) দুপুর ১২ টায় কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে ও কুশিয়ারার পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া এ দু’নদীর পানি অন্যান্য সকল পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে বিপদসীমার নিচে রয়েছে গোয়াইনঘাটের সারি, কানাইঘাটের লোভা ছড়ার পানিও। পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান জানান, বর্তমানে সিলেটের কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।