Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় চিকিৎসক, ব্যাংকার ও শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল আরো এক ডাক্তার, একজন ব্যাংকার ও একজন শিক্ষক ইন্তেকাল করেছেন। নিহতরা হলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী, সমবায় ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন নিসার (৫৭) ও রাউজান আর.আর.এসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক খন্দকার মো. আলী।

ডা. আবুল হোসেন চৌধুরী : রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আবুল হোসেন খান চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি গত ১৮ দিন ধরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান, করোনায় দেশে এখন পর্যন্ত ৬৮ জন চিকিৎসক ইন্তেকাল করেন। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।

চৌধুরী আফজাল হোসেন : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহত বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন নিসার ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে। তবে পরিবার নিয়ে তিনি জেলা শহরের বণিকপাড়ায় থাকতেন।
মরহুমের ছেলে তানভীর চৌধুরী বলেন, গত ২ জুলাই প্রথমবার তার বাবার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে ৭ জুলাই দ্বিতীয়বারের পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

খন্দকার মো. আলী : রাউজান আর.আর.এসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন উচ্চতর গণিত বিষয়ের শিক্ষক খন্দকার মো. আলী করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। জানা যায়, ১৬ জুলাই শিক্ষক খন্দকার মো. আলীর শরীর থেকে সংগৃহীত নমুনা চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ে প্রেরণ করা হয়। এই প্রসঙ্গে রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দ্বীন বলেন, রাউজানের শিক্ষক খন্দকার মো. আলী মারা যাওয়ার আগে করোনা পজেটিভ আসে। তিনি রাউজানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ে বিনামূল্যে পাঠদান করতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ