Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ১২:০১ এএম

কুমিল্লার দাউদকান্দিতে পারিবারিক বিরোধ সক্রান্ত জের ধরে মামুন মিয়া (৩০) নামে ব্যাক্তিকে হত্যার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গত শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া নামক স্থানে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

এ ঘটনায় নিহত মামুনের স্ত্রী জোসনা আক্তার বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল থানায় ১২ জনে নামে মামলা করেন।
গত শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়ায় অবরোধ করে মানববন্ধন করে খুনিদের গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। অবরোধের খবর পেয়ে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আসামিদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ