Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে ব্রক্ষপুত্র নদের পানি বৃদ্ধি অব্যহত

৪০ হাজার মানুষ পানি বন্দি, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ৮:৩৪ পিএম

শেরপুরে ব্রক্ষপুত্র নদের পানির বৃদ্ধি অব্যহত রয়েছে। এতে শেরপুর সদর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে শেরপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। এসব এলাকার অন্তত ৪০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়ারদোকান ও শিমুলতলীতে দুটি কজওয়েতে ৫ফুট উচু হয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শেরপুরের সাথে যমুনা সারকারখানাসহ উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।

পাটের আবাদ, সবজি, আউশ ধানের ফসল ও আমন ধানের বীজতলা পানির নীচে তলিয়ে গেছে। চরপক্ষীমারীর কুলুরচর ব্যাপারী পাড়াসহ ১০টি গ্রামের শতশত মানুষ বাধে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এসব ইউনিয়নে ১২ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে।
আজ বিকেলে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক দূর্গত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বন্যাদূর্গত এলাকা পরিদর্শন শেষে হুইপ আতিক সাংবাদিকদের জানান, আজ আমি এলাকা পরিদর্শন করলাম। একটি গ্রামে সাড়ে চার মেট্রিকটন চাল বিতরণ করলাম। আরো চাল বরাদ্ধ করা হবে। কেউ কষ্ট করবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে করোনার মোকাবেলা করছি। বন্যা পরিস্থিতিও মোকাবেলা করা হবে। কেউ না কেয়ে থাকবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ