বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাউফলের কনকদিয়া বাজারের খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। ওই বাজারের কাঠ ব্যবসায়ী নিজাম কাজী এই পাকা ভবন নির্মাণ করছেন।
শনিবার সরেজমিন দেখা গেছে, কনকদিয়া বাজারের পূর্ব পাশে একটি স্বমিলের কাছে সরকারের ১ নম্বর খাস খতিয়ানের দেড় শতাংশ জমি দখল করে কাঠ ব্যবসায়ী নিজাম কাজী পাকা ভবন নির্মাণ করছেন। ইতি মধ্যে ওই ভবনের ইটের গাঁথুনি শেষ করা হয়েছে। ছাদ ঢালাইর জন্য রড বাধার কাজ চলছে। ২-১ দিনের মধ্যে ছাদ ঢালাই দেয়া হবে। সামনে বালু স্তুপ করে রাখা হয়েছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নিজাম কাজী ঘটনাস্থল থেকে গা ঢাকা দেন। এরপর বক্তব্য নিতে তার ০১৭১৪৮৯৬৪১৫ নম্বরে মোবাইল ফোনে একাধিক বার কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালী বলেন,‘ নিজাম কাজীকে খাস জমিতে ভবন না করার জন্য নিষেধ করা হয়েছে। তার পরে তিনি কি ভাবে ভবন নির্মাণ করছেন ? আমি বিষয়টি দেখছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।