Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় একদিনে ৩জনের মৃত্যু

আক্রান্ত দাঁড়িয়েছে ৬ হাজার ৫১৮ জনে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ৪:৫৪ পিএম

সিলেটে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ নিয়ে নি¤œ ও মধ্যম আয়ের মানুষের মাঝে কোন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে সমাজের উচ্চ পর্যায়ের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সিলেটের আক্রান্তের মধ্যে উচ্চ পর্যায়ের মানুষ বেশে আক্রান্ত হচ্ছেন। সিলেটে প্রতিদিন আক্রান্তের সংখ্যা হিসেব চলে আসলে দেখা যায় চিকিৎসক, রাজনীতিবীদ, নার্স, সরকারী কর্মকর্তরা আক্রান্তের তালিকায় রয়েছেন। বিশেষ করে চিকিৎসকদের করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ভয়ভীতি কাজ করেছে। আর কয়েক দিন পর কোরবানীর ঈদ। চিকিৎসক ও সচেতন মানুষজন বলছেন কোরবানীর পশুর হাট থেকে করোনার বিস্তার আরো বাড়বে। সিলেট বিভাগে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। 

সবশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৮৬ জন, সুনামগঞ্জের ১১ জন এবং হবিগঞ্জ জেলার ১৫ জন জেলার রয়েছেন। আর এই সময়ে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সিলেট জেলার এবং দুইজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫১৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৬০ জন, হবিগঞ্জে ১ হাজার ৩২ জন ও মৌলভীবাজারের ৮১৭ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১১৬ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৬ জন, সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে আটজন এবং মৌলভীবাজার জেলায় দশজন রয়েছেন।
সিলেট বিভাগে ২ হাজার ৫৫৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭৫৮ জন, সুনামগঞ্জের ৯২২ জন, হবিগঞ্জের ৪৬৭ জন ও মৌলভীবাজার জেলার ৪০৯ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ১১ জনকে।
করোনা আক্রান্ত ২১০ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮৮ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৯ জন ও মৌলভীবাজারে ২৫ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে সিলেট জেলার একজন এবং মৌলভীবাজার জেলার দুইজনের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ