বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়ায় খাবারের সঙ্গে চেতনানাশক ঔষুধ মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে যায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার রাতে উপজেলা মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর বেলু চৌধুরীর বাড়ীতে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, ঘটনার দিন রাতে অজ্ঞাত কেউ রান্না ঘরে ঢুকে তরকারীর সঙ্গে চেতনানাশক ঔষুধ মিশিয়ে রাখলে, রাতের খাবারের পর পরিবারের ১৩ সদস্যের সবাই অচেতন হয়ে পড়ে। আক্রান্তরা হচ্ছেন, কবির আহাম্মদ চৌধুরী সেলিম (৫৫) , আয়েশা বেগম (৭৫), জহিরুল ইসলাম চৌধুরী স্বপন (৫০), ছকিনা বেগম (৪৫), মায়মুনা আক্তার মায়া (৩৫), তাসলিমা আক্তার লামিয়া (১৪), আকলিমা আক্তার লাবিবা (১০), মোজাহিদুল ইসলাম জারিফ (৮), পিংকি (২৫), কাউছার হামিদ পারাভি (৫), তনিমা সুলতানা তন্নি (২৪), ফাহিম মোনতাসির মিনার (১৫) ও নুরে জান্নাত ফাতেহা (২)। বাড়ীর লোকজন পরিবারের কারো সাড়া-শব্দ না পেয়ে, ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেই সুযোগে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সদস্যরা ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ ১০ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন সেটসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন জানান, আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, কোর্স সম্পন্ন হলে তারা সুস্থ হয়ে যাবেন। মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী জানান, শনিবার সকালে ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া ও পরশুরাম সার্কেল) নিশান চাকমা ও ওসি মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে দূর্বৃত্তদের খোঁজে বের করার আশ্বাস দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।