Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে পারিবারিক কলহের জেরে গৃহবধুর বিষপানে আত্মহত্যা

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ৩:৫২ পিএম

নেছারাবাদ উপজেলার সমদেয়কাঠি গ্রামে পারিবারিক কলহের জেরে পিয়া হাজরা (২০) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার সকালে স্বামী শোভন পালের ঘরে বসে পিয়া বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার পিয়াকে মৃত ঘোষনা করেন। তবে মেয়েকে শারিরিক নির্যাতন করার অভিযোগ করেন পিয়ার বাবা স্বপন হাজরা।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার এস আই মো. নজরুল ইসলাম জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে এবং থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

জানাগেছে, জলাবাড়ি গ্রামের স্বপন হাজরার কন্যা পিয়া হাজরা দেড় বছর আগে সমদেয়কাঠি গ্রামের পরিমল পালের পুত্র শোভন পালের সাথে প্রেমের সম্পর্ক থেকে দু‘জনে পালিয়ে বিয়ে করেন। পরে মেয়ের বাবা বিষয়টি মেনে নেন। স্বপন হাজরা অভিযোগ করেন গত কয়েক মাস ধরে তার মেয়েকে কারনে অকারনে শোভন মারধর করত। কিন্তু মেয়ের কথায় তিনি তেমন একটা আমল দিতেন না। ঘটনার দিন সকালেও তার মেয়ে পিয়াকে শশুর বাড়ির লোকজন মারধর করেন বলে অভিযোগ করেন স্বপন হাজরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ