Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের বিরুদ্ধে উষ্কানীমুলক বক্তব্য প্রচারের অভিযোগে বগুড়ায় গ্রেফতার ১

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ৩:৩৩ পিএম

সরকার প্রধানকে নিয়ে কটুক্তি, সরকারের বিরুদ্ধে উষ্কানীমুলক বক্তব্য ফেসবুকে প্রচার করায় বগুড়ার শেরপুরে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যাক্তির নাম মাওলানা আব্দুর রহমান দিদারী । সে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র। গ্রেফতারকৃত মাওঃ দিদারী বগুড়া জেলার শেরপুর উপজেলা কুসুম্বী বাগড়া কলোনী জামে মসজিদের পেশ ঈমাম।
পুলিশ জানায় , গ্রেফতারকৃত দিদারী অকারনে সরকারের বিরুদ্ধাচরণে সোচ্চার ছিলেন। বিশেষ করে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী মানবতা বিরোধী অপরাধের কারণে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হলে তিনি সরকারের ওপর চরমভাবে ক্ষুদ্ধ হয়ে উঠেন।
যার জন্য বিভিন্ন মসজিদ ও ইসলামী জালসায় সরকারের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্যের পাশাপাশি তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি মাওলানা আব্দুর রহমান দিদারী প্রধানমন্ত্রী সম্পর্কে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন বিভিন্ন ধরনের আপত্তিকর ও মানহানীকর পোস্ট করে থাকেন।
ফলে স্থানীয় একজন আওয়ামীলীগ নেতা তার বিরুদ্ধে লিখিত াবিযোগ করলে পুলিশ সুপারের নির্দেশনায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে তার হেফাজত থেকে একটি সিম্ফোনি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ