Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী নগরীতে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ৭:৩৬ পিএম

রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকার দুরুচিনি প্লাজায় আজ বিকেলে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শ্রী পল্বব হালদার (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শ্রী পল্বব হালদার নগরীর ষষ্ঠীতলার জেলেপাড়া এলাকার শ্রী টুটুলের ছেলে। এছাড়া পল্বব রাজশাহীর বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পল্ববসহ কয়েকজন বন্ধু মিলে দারুচিনি প্লাজার ছাদে ঘুড়ি উড়াতে উঠে। এসময় কোন ভাবে পল্বব পড়ে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্রবর্মন জানায়, ঘটনা শুনেছি। পল্ববের মরদেহ রামেক হাসপাতালে রয়েছে। এবিষয়টি আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ