প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের জেরে প্রায় চার মাস ধরে দেশের শোবিজ অঙ্গনের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। তবে সম্প্রতি স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে শুটিংয়ে ফেরার অনুমতি মিলেছে। আর তাতেই তোড়জোড় শুরু হয়ে গেছে সিনেমা পাড়ায়। এরই মধ্যে শুটিংয়ে ফিরেছেন অনেকেই। কিন্তু বর্তমান সঙ্কটে কিছুতেই শুটিং সেটে ফিরতে চান না চিত্রনায়িকা পূর্ণিমা।
লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানকে নিয়ে হোম কোয়ারেন্টিনে আছেন পূর্ণিমা। নায়িকার একমাত্র মেয়ে আরশিয়া উমাইজা। নিজের জীবনের সবটুকু ভালোবাসা যেনো মেয়ের জন্যই। তাই মেয়ের সুরক্ষার কথা ভেবেই বাড়ি থেকে বের হচ্ছেন না তিনি। শুধু তাই নয়, নাটক, টেলিফিল্ম কিংবা পূর্ণদৈর্ঘ্য সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন এই চিত্রতারকা।
বিষয়টি সম্পর্কে গণমাধ্যমে পূর্ণিমা জানিয়েছেন, লকডাউনের মাঝেই বেশকিছু ভালো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। সম্প্রতি '১৯৭৫: অ্যান আনটোল্ড স্টোরি' সিনেমাতে অভিনয়ের সুযোগে পেয়েছিলাম। কিন্তু এই পরিস্থিতিতেই শুটিং হবে জেনে সরে এসেছি।
পূর্ণিমার কথায়, সারা বিশ্বেই করোনা হানা দিয়েছে। দীর্ঘদিন কেটে গেলেও সংক্রমণের প্রভাব এখনও কমেনি। জীবনের ঝুঁকি নিয়ে কাজে ফিরতেও নারাজ তিনি। আগে জীবন, পরে কাজ বলেও মন্তব্য করেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী।
প্রসঙ্গত, 'জ্যাম' ও 'গাঙচিল' সিনেমার কাজ শেষ করেছেন পূর্ণিমা। সিনেমা দুটিই পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। শোনা যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রেক্ষাগৃহে সিনেমাগুলো মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।