Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বন্যায় ভাসছে সরিষাবাড়ী-প্রায় ২ লক্ষাধিক লোক পানি বন্ধি

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ৪:২৯ পিএম | আপডেট : ৪:৩৫ পিএম, ১৭ জুলাই, ২০২০

২য় দফার বন্যায় সরিষাবাড়ীর এক চতুর্থাংশ বাদে পুরোটাই এখন পানিতে ভাসছে। ফলে পানি বন্ধি হয়ে পডেছে প্রায় দুই লক্ষাধিক মানুষ গরু ছাগল হাসমুরগী সহ গৃহপালিত প্রানি। উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২২২টি গ্রামের মধ্যে ভাটারা মহাদান ডোয়াইল ও আওনা ইউনিয়নের ৫০টি গ্রাম বাদে বাকী গ্রাম গুলো পানিতে হাবুডুবু খাচ্ছে। বীজতলার অপুরনীয় ক্ষতি সাধন সহ অন্যান্য শষ্যের ব্যাপক ক্ষতি হয় এই অকাল বন্যায়। বেশীর ভাগ এলাকার সাথে সরিষাবাড়ীর যোগাযোগ বন্ধ রয়েছে। মানুষ নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রী ক্রয়ে নিরুপায় হয়ে পড়ায় দিশেহারা হয়ে পড়েছে। এভাবে আগামী দু থেকে তিন পানি বাড়া অব্যাহত থাকলে মানুষ যেমন তেমন গৃহপালিত পশুর ব্যাপক সমস্যা হবে। ইতিমধ্যে সরিষাবাড়ীর এক তৃতীয়াংশ মানুষ সহ গৃহ পালিত প্রানি গুলো প্রধান প্রধান সড়কে আশ্রয় নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ