Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় করোনা ১৮৩ জন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ৪:২৩ পিএম

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় বগুড়ায় দুইজন ও নওগাঁয় একজন মোট তিনজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৬০ জন।
আজ শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৭৪ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১২২ জন এবং সুস্থ্য হয়েছেন ৪০২৩ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানান।
ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৫৩ জন, চাঁপাইনবাগঞ্জের ১৪ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২১ জন, বগুড়ায় ৫৭ জন, সিরাজগঞ্জে ৩৪ জন ও পাবনায় ১ জন।
তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৩৯৮০ জন। এছাড়াও মহানগরীতে ১৫৪৯ জনসহ রাজশাহী জেলায় ১৯৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৪১ জন, নওগাঁয় ৭৪০ জন, নাটোরে ৩২৭ জন, জয়পুরহাটে ৫৯৮ জন, সিরাজগঞ্জে ৯৮৬ জন ও পাবনায় ৬২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১২২ জন। এর মধ্যে রাজশাহীতে ১৫ জন, নওগাঁয় ১২ জন, নাটোরে একজন, বগুড়ায় ৭৫ জন, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। সরকারি হিসেবে এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগি মারা যায়নি।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪০২৩ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৬০২, চাঁপাইনবাবগঞ্জে ৯৭ জন, নওগাঁয় ৫৩১ জন, নাটোরে ১১৫ জন, জয়পুরহাট ১৮৫ জন, বগুড়ায় ২০৩১ জন, সিরাজগঞ্জ ২০৩ জন ও পাবনায় ২৫৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ