Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটুরিয়া-দৌলাতদিয়ায় তীব্র যানজট

৬ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায়

আরিচা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ৪:১৭ পিএম

পাটুরিয়া-দৌলাতদিয়া নৌপথ পদ্মা নদীতে তীব্র ¯্রােতের কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। এতে ফেরি চলাচলে প্রায় দ্বিগুণ সময় লাগছে। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে অপেক্ষামান যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফেরি পারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি’র সংশ্লিষ্টরা জানান, গত কয়েকদিনের পদ্মা-যমুনায় পানি বৃদ্ধিসহ প্রবল ¯্রােতের কারণে এ রুটে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগছে। মাওয়া রুটে ডাম্প ফেরি চলাচল বন্ধ থাকায় এ রুটে বাড়তি যানবাহনের চাপ মোকাবেলায় কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। ফলে উভয় প্রান্তে ফেরি টার্মিনাল উপচিয়ে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সাড়ি পড়েছে। পাটুরিয়া-উথলী মোড় থেকে আরিচা ঘাট পর্যন্ত আরিচা মহাসড়কে পণ্যবাহী ট্রাকগুলোকে সিরিয়ালে অপেক্ষায় রাখা হয়েছে। রাজবাড়ির গোয়ালন্দ মোড় থেকে অনুরূপভাবে ট্রাকগুলোকে সিরিয়ালে রাখা হয়েছে।
শুক্রবার দুপুর পর্যন্ত দু’পারে ৬শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।

সরেজমিন পাটুরিয়া ঘাট পরিদর্শন করে দেখা যায়, ফেরি বুকিং কাউন্টারে মালবাহী ট্রাকের বুকিং নিতে ট্রাক শ্রমিকরা জটলা বাজিয়ে চিৎকার করছে। এদের অনেকেই অভিযোগ করেন যারা মোটা অংকের ঘুষ দিচ্ছে তাদেরকে বুকিং দেয়া হচ্ছে। এ অভিযোগ বুকিং সংশ্লিষ্টরা অস্বীকার করেন। এদিকে বাসের যাত্রীরা অভিযোগ করেন সকালে ঘাটে এসে দীর্ঘ চার/পাঁচ ঘন্টা অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারছেন না তারা। নাম প্রকাশ না করার শর্তে পরিবহণ শ্রমিকরা অভিযোগ করেন যাত্রীবাহী অনেক কোচ ভিআইপি চিহ্নিত করে সিরিয়াল ভেঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ