Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ডাক্তারের মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ৩:৩৭ পিএম

কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমি (৪৮) কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার রাত তিনটায় তিনি চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নুর উদ্দিন ডায়বেটিসের রোগী ছিলেন। তাঁর বাড়ি মেহেরপুর জেলার দারিয়াপুরে। লাশ ঢাকা থেকে সেখানেই নেওয়া হচ্ছে।

জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত ৩ জুলাই নুর উদ্দিনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। ডায়বেটিস রোগী হওয়ায় অবস্থার অবনতির আশঙ্কায় তাঁকে ওই দিন রাতেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তাঁর শরীরের অবস্থা উন্নতির দিকেই যাচ্ছিল। হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার তাঁর অবস্থার অবনতি হতে থাকে।শুক্রবার রাত তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, জেলায় কোভিড আক্রান্ত হয়ে প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু হলো। তিনিসহ জেলায় এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হলো।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১৩৮ টি নমুনা পরীক্ষা শেষে জেলায় নতুন করে ৩৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে জেলায় ১ হাজার ১০৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলো। তার মধ্যে সুস্থ হয়েছেন ৬২০ জন। বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন থেকে) চিকিৎসাধীন ৪১৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ