পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের আরো দুই সদস্য। গতকাল রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মো. সিরাজুল ইসলাম (৪৬) ও ছোটন দেব (২৯)। তাদের মধ্যে সিরাজুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের দিয়াবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চক পাঁচ পাড়া গ্রামে। আর ছোটন দেব কক্সবাজার জেলা পুলিশে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ থানার বাতাজুড়ি গ্রামে।
পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা জানান, গতকাল ভোর সাড়ে ৪ টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজুল। একই দিন ছোটন দেব নামের আরেক কনস্টবলও মারা যান। পরে তাদের লাশ পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী দাফন সম্পন্ন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।