পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর ১১ চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা। মামলা প্রত্যাহার না হলে আন্দোলন ও প্রতিরোধের ঘোষণা দিয়েছে বিএমএ। গতকাল বৃহস্পতিবার বিএমএ চট্টগ্রাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. রবিউল করিমের পাঠানো এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।
১২ জুলাই চমেক হাসপাতালে যান স্থানীয় এমপি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি হাসপাতাল ত্যাগের পর তার এবং সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী চমেক ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান। তাতে চার পুলিশসহ ১৫ জন আহত হন।
পরদিন উপমন্ত্রীর অনুসারী চমেক ছাত্রলীগ নেতা খোরশেদুল আলম বাদী হয়ে ১১ চিকিৎসকসহ ৩৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আসামিরা সবাই মেয়র নাছিরের অনুসারী। বিএমএ নেতারা অভিযোগ করেন চিকিৎসকদের মধ্যে বিরোধ তৈরি করতে এই সাজানো মামলা দেওয়া হয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।