Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাহিরে তালা ভিতরে পরীক্ষা - গাজীপুরে শাহিন ক্যাডেট একাডেমি কে জরিমানা

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ৯:০৩ পিএম

বাহিরে তালা দিয়ে ভিতরে পরীক্ষা নেয়ার অভিযোগে গাজীপুরে শাহিন ক্যাডেট কাডেমি কে ২০ হাজার টাকা জনিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন শাখায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
একাধিক প্রাপ্ত তথ্যে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে শাহীন ক্যাডেট একাডেমি কৃর্তপক্ষ কোনাবাড়ীর জরুন শাখায় স্কুলের বাহিরে থেকে তালা ঝুলিয়ে লুকিয়ে ভিতরে শিক্ষার্থীদের বসিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিচ্ছিল।
গোপন সংবাদের ভিওিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত
সেখানে গিয়ে এর সত্যতা পেয়ে তাৎক্ষণিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রধান এ বিষয়ে তাদের অপরাধ স্বীকার করেন। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী সময়ে এ ধরনের অপরাধ যাতে না করেন সে বিষয়ে সর্তক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ