প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের শোবিজের জনপ্রিয় তারকা দম্পতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করার পর ২০১০ সালের এইদিনে (১৬ জুলাই) বিয়ের পিড়িতে বসেন তারা দু'জন। দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক দশক কাটিয়ে দিলেন এই তারকা দম্পতি।
ফারুকী-তিশা দম্পতির দশম বিবাহ বার্ষিকীতে এদিন সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভাকাঙ্ক্ষী ও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হন তারা।
বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে তুলতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশকিছু ছবি শেয়ার করেছেন ফারুকী। সেখানে খানিকটা মজার ছলেই তিনি লিখেছেন, গত দশ বছরে অনেক কিছু বদলেছে। আমার দাড়ি ধূসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে এবং পৃথিবীতে কোভিড এসেছে।
অন্যদিকে নিজের দশম বিবাহ বার্ষিকীর খবর ভক্তদের মাঝে শেয়ার করে নিতে ভোলেননি নুসরাত ইমরোজ তিশাও। অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, 'দেখতে দেখতে দশটা বছর পেরিয়ে গেলো! আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য।'
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় 'পারাপার' টেলিফিল্মে কাজ করেন নুসরাত ইমরোজ তিশা। সেই শুটিং সেটেই তাদের দু'জনের প্রথম পরিচয়। এরপর একে অপরের প্রতি ভালোলাগা এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক। টানা ৫ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালের ১৬ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফারুকী-তিশা।
প্রসঙ্গত, ফারুকীর পরিচালনায় বেশকিছু প্রশংসনীয় কাজ করেছেন তিশা। তাদের দু'জনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, 'টেলিভিশন', 'থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার', 'ডুব' অন্যতম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।