Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যশোরে অনলাইনে কোরবানির পশুহাট

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ৩:৩৩ পিএম

জনসমাগম এড়াতে কোরবানির পশু কেনাবেচার জন্য যশোরে অনলাইন পশুহাট চালু হয়েছে।
যশোরের নবাগত জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান অনলাইন পশুহাটের উদ্বোধন করে বলেন, এটি প্রচলিত পশু হাটের বিকল্প নয় বরং সম্পূরক হিসেবে ওয়েবসাইট, এ্যাপ ও ফেসবুক পেজের মাধ্যমে এই অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা শুরু হল। এখানে ক্রেতারা পশু দেখে বিক্রেতার সাথে ফোনে কথা বলে এবং সরেজমিনে দেখে কিনতে পছন্দসই পশু ক্রয় করতে পারবেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইন পশুহাটের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন. অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব অপু সারোয়ার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল আলম ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ