Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নদী পারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক

ফেরি সংকট ও মাওয়ায় নৌপারাপার ব্যহত হওয়ার কারণে পাটুরিয়া-দৌলাতদিয়ায় তীব্র যানজট

আরিচা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ৭:৪৩ পিএম

ফেরি স্বল্পতা এবং মাওয়া-কাওড়াকান্দি রুটের যানবাহন দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে পারাপার হওয়ায় যানবাহনের চাপ বেড়ে যাচ্ছে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে পাটুরিয়া ও দৌলতদিয় ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। নদীপারের অপেক্ষায় বুধবার উথলী মোড় থেকে আরিচার বোয়ালী ডাক্তারখানা পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় দীর্ঘ সারিতে পণ্যবাহী আটকা পড়ে আছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায় মাওয়ায় নদীতে ¯্রােতের কারণে অনেক ডাম ফেরি চলাচল করতে পারছে না। ফলে ঐ রুটের যানবাহনগুলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথ ব্যাবহার করছে। এতে এ নৌরুটে যানবাহনের চাপ বেড়ে গেছে। যানবাহনের তুলনায় ফেরি কম হওয়ায় ফেরি পারাপারে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
এদিকে ফেরি কর্তৃপক্ষের সিদ্ধান্তে ট্রাকগুলো দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট দিয়ে পারাপার হওয়ার জন্য আসতে শুরু করে। এতে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে যানবাহনের এ বাড়তি চাপে গত মঙ্গলবার হতে ঘাটে তীব্র যানজট শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান,এক দিকে বাড়তি যানবাহনের পাশাপাশি এ রুটে তীব্র ফেরি সংকট অব্যাহত আছে। পাটুরিয়া - দৌলতদিয়া নৌ পথে চলাচলরত মোট ১৭টি ফেরির মধ্যে ১২টি ফেরি চলাচল করছে। বাকী ৫টি ফেরিগুলো মেরামতের জন্য ডকইয়ার্ডে রয়েছে।
বুধবার বিকালে এ রির্পোট লেখা পর্যন্ত দুই পারে ৫শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ