Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে ৫০ একর সরকারি জমি অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধার

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ৮:৩২ পিএম

শেরপুর সদর উপজেলার চায়রা বিলে বেদখল হওয়া ৫০ একর সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। আজ ১৪ জুলাই মঙ্গলবার জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর নির্দেশনায় শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদের নেতৃত্বে ওই জমি দখলমুক্ত করেন। পরে উদ্ধারকৃত সরকারি জমিতে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। এসময় কামারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চান,শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল মাহমুদ, এএসআই মাহবুব রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চায়রা বিলের সরকারি ৫০ একর জমি দীর্ঘদিন যাবত বেদখলে ছিল।
এব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ বলেন, যারা সরকারি জমি এবং বিল অবৈধভাবে দখল করে স্থাপনা বা মাছ চাষ করছে তাদের বিরুদ্ধে এবং সরকারি জমি উদ্ধারে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে এমনটাই জানিয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ