Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের কচাকাটায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ৭:২৫ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল তিনটায় ইউনিয়নটির মাদাগঞ্জ গ্রামের আলমগীর হোসেনের মেয়ে লামিয়া খাতুন (২) ও ব্রহ্মতর গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে মিমি খাতুন (৭) বিকাল সাড়ে চারটায় বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়।
মৃত্যু লামিয়ার স্বজনরা জানান ঘটনার সময় ঘরের মেঝতে শিশুটিকে বসিয়ে রেখে মা হাবিবা বেগম উঠানে উঠা বন্যার পানিতে কাপড় কাঁচতে যায়। এক সময় তার অলক্ষ্যে শিশুটি উঠানের পানিতে পড়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। কাপড় ধোয়ার পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে চিৎকার চেচামেচি করে খুঁজতে থাকে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। অপর দিকে বাড়ির পাশের বন্যার পানিতে সাতার কাটতে গিয়ে ডুবে মারা যায় মিমি।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ