Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দির ৩ সবজি ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত আহত ৫

দাউদকান্দি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ৪:২৭ পিএম

আজ মঙ্গলবার ভোর ৫টায় দাউদকান্দির ৩ সবজি ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৫ জন।

দাউদকান্দি ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস.আই মোস্তফা কামাল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাড়কের কুমিল্লার খাদঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় দাউদকান্দির ৩ ব্যবসায়ী নিহত হয়েছে। সবজি ব্যবসায়ীরা দাউদকান্দি হতে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো-ন-৫৪-০০৮৬) নিয়ে কুমিল্লার নিমসার কাঁচা বাজারে যাওয়ারে পথে পিছন থেকে অজ্ঞাত একটি কন্টেইনার পিকআপটির পিছন থেকে ধাক্কা দিলে পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে ১ জন ও ঢাকা নেওয়ার পথে ২ জন নিহত হয়। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার জেলার দাউদকান্দি উপজেলার কাজির কোনা গ্রামের মৃত আব্দুল হক মিয়ার ছেলে শাহবুদ্দিন (৪২), একই উপজেলার বারাগাঁও গ্রামের আর্শাদ বেপারীর ছেলে স্বপন মিয়া (৫৯) ও সবজিকান্দি গ্রামের সোনা মিয়া বেপারীর ছেলে সেলিম (৫০)। আহত ৫ জনকে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িক চিকিৎসা শেষে পরে আশংজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরন করা হয়। আহতরা হলো- নুরু ইসলাম, সামছু মিয়া, হযরত আলী, লিটন ও নূর মোহাম্মদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ