Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আজ থেকে সিলেটে খুলছে হোটেল রেস্টুরেন্ট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ১১:২২ এএম

আজ স্বাস্থ্যবিধি মেনে খোলা হচ্ছে সিলেটে হোটেল-রেস্টুরেন্ট। স্বাস্থ্যবিধির শর্ত সাপেক্ষে হোটেল-রেস্টুরেন্ট খোলা রাখতে সম্মতি প্রদান করেছেন জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ সিলেটের হোটেল, রেস্টুরেন্টর ব্যবসা। সেকারনে ক্ষতির দিক বিবেচনা করে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতির সাথে আলাপের প্রেক্ষিতে এই সম্মতি প্রদান করেছেন জেলা প্রশাসক। প্রসঙ্গত, সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টে যাওয়া-আসা সহ সকল হোটেল ও রেস্টুরেন্টের সামনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে খাবার খাবার সংগ্রহ করতে হবে। খাবারের দোকানে কোন প্রকার আড্ডা নিষেধ করা হয়েছে। এমনকি খাবার তৈরী থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষাবিধি মানতে হবে সংশ্লিষ্টদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ