Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ডা. সাবরিনার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ১২:০০ এএম

জিকেজি হেলথ কেয়ার,ঢাকা’র কথিত চেয়ারম্যান ডা.সাবরিনা চৌধুরির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব ভট্টাচার্য এ কথা জানান। তিনি বলেন, সরকারি চাকরিতে (চিকিৎসক,সার্জারি বিভাগ,জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট) বহাল থেকে স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় প্রতারনা ও জালিয়াতি করেন ডা.সাবরিনা। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোন রোগীদের নমুনা সংগ্রহ করে ১৫ হাজার ৪৬০ টি ভুয়া রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করেন।বিপরীতে হাতিয়ে নেন ৮ কোটি টাকা।
দুদকের সংশ্লিষ্ট অনুবিভাগগুলো বিভিন্ন ব্যক্তি,গণমাধ্যম,ভার্চুয়াল মাধ্যমসহ বিভিন্ন্ উৎস হতে ডা.সাবরিনার বিষয়ে প্রকাশিত তথ্যাদি সংগ্রহ করে। এসব তথ্য ‘দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল’ কমিশনে উপস্থাপন করে। কমিশন বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। বিশেষ তদন্ত অনুবিভাগ সাবরিনা চৌধুরীর বিষয়ে অনুসন্ধান করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ