Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে ২৪ ঘন্টায় নতুন করে পুলিশ, নার্স ও ব্যাংকারসহ ৩৫ জনের করোনা পজেটিভ সনাক্ত

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ৭:৫২ পিএম

গত ২৪ ঘণ্টায় রংপুরে পুলিশ, ব্যাংকার এবং নার্সসহ নতুন করে ৩৫ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১’শ ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ঐ ৩৫ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। তিনি জানিয়েছেন, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১’শ ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে পুলিশ, নার্স ও ব্যাংকারসহ রংপুরে ২৫ জন, কুড়িগ্রামে ২ জন, গাইবান্ধায় ৬ জন এবং লালমনিরহাটে ২ জন জনের পজেটিভ ফল পাওয়া যায়।
এ নিয়ে রংপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪’শ ১১ জনে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ