Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাতলায় টাকা সহ স্বতন্ত্র প্রাথীর পিতা আটক

বগুড়া-১ উপ-নির্বাচন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ৭:১০ পিএম

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনে ট্রাক প্রতিক ধারী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজের পিতা সাবেক এএসপি ইন্তেজার রহমানকে (৬০) ৭ লাখ টাকাসহ আটক করেছে সোনাতলা থানার পুলিশ। এসময় তার সহযোগী আরও ৪ জনকে একটি মাইক্রোবাসসহ আটক করে পুলিশ। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সোনাতলা উপজেলা সদরের গড়ফতেপুর তিনমাথা মোড়ে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজের বাবা ও সারিয়াকান্দী উপজেলার নারচি এলাকার মৃত রহমত আলীর ছেলে ইন্তেজার রহমান (৬৫), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে রোহান ফয়সাল (২৫), আব্দুর রশিদের ছেলে ফারবিন বিন রশিদ (২০), বাবলু প্রামানিকের ছেলে মিকানুর রহমান (২৬) ও মাইক্রোবাস চালক ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাটামারা এলাকার শহিদুল ইসলামের ছেলে জামাল হোসেন (৩০)।
জানা গেছে, রবিবার রাত দেড়টার দিকে একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ে ঘোরাফেরা করার সময় স্থানীয় আওয়ামীলীগের সমর্থকদের সন্দেহ হলে তারা থানা মোড়ে মাইক্রোবাসটি আটক করে। এসময় ওই মাইক্রোবাসে ব্যাগ ভর্তি টাকা ও ট্রাক মার্কার পোস্টার দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মাইক্রোবাসসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন মন্ডল জানান নগদ ৭ লাখ টাকা ও পোস্টারসহ ৫ জনকে আটক করা হয়েছে। ভোটারদের প্রভাবিত করতে এই টাকা ব্যবহার হত বলে ধারনা পুলিশের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ