Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলে দেয়া হলো হাইকোর্টের তিনটি শাখা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ১২:৪০ এএম

করোনা প্রকোপের মধ্যেও হাইকোর্টের তিনটি শাখা সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে। গতকাল থেকেই শাখাগুলোতে কার্যক্রম পরিচালিত হয়। এর আগে সুপ্রিম কোর্ট প্রশাসন গত শনিবার এসব শাখা সীমিত পরিসরে খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়। শাখাগুলো হচ্ছে, ফাইলিং, এফিডেভিট এবং নকল শাখা।
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফাইলিং শাখা, এফিডেভিট শাখা এবং নকল শাখার নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে। উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীরা এবং সংশ্লিষ্ট সবাইকে সরকারের জারি করা স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করার নির্দেশ প্রদান করা হলো। এর আগে করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে গত ২৫ মার্চ থেকে হাইকোর্টের এসব দাফতরিক শাখা বন্ধ রাখা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ