Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে সাত পুলিশ সদস্যসহ এক দিনেই আক্রান্ত ১৩জন

বাউফল উপজেলা (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ৪:৪১ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় সাত পুলিশ সদস্য ও এক সাংবাদিক পরিবারের দুই সদ্যস্যসহ মোট ১৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, বাউফল থানায় কর্মরত সাত পুলিশ সদস্য ও বাউফল প্রেসক্লাবের এক সাংবাদিক নেতার স্ত্রী ও পুত্রসহ মোট আক্রান্ত ১৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। পুলিশ সদস্যদের থানার কমপ্লেক্সে তাদের নিজস্ব কক্ষে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অপর আক্রান্তরা নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় যারা আইসোলেশনে আছেন তাদের প্রত্যেককে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসকগন চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
এনিয়ে বাউফলে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৭৭ জন। মারা গেছে ৭ জন। সুস্থ্য হয়েছেন ৩৯ জন। অন্যান্য সবাই আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ