Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটকেলঘাটায় এক কৃষকের লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ৪:০১ পিএম

সাতক্ষীরার পাটকেলঘাটায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) দুপুরে তৈলকুপি গ্রামের ডুবুরির বিল থেকে তার লাশ উদ্ধার হয়।
নিহত কৃষকের নাম রাশেদুল ইসলাম (৩৮)। তিনি তৈলকুপি গ্রামের মিরাজ উদ্দীন সরদারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাশেদুল শনিবার দিবাগত রাতে ডুবুরের বিলে মাছের ঘেরে যান। সকালে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে দুপুরে তার লাশ দেখতে পান স্থানীয় কৃষকেরা। বিষয়টি পুলিশ জানতে পেরে লাশ উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মুর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত রাশেদুলের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ