প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শোবিজের আরেক তারকা এবার সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারকা হচ্ছেন চিত্রনায়িকা তমা মির্জা। আর তিনি নিজেই এই তথ্য একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন।
গত শুক্রবার রাতে তমা মির্জা চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে বলেন, ‘ছোট ভাইয়ের শরীরে এক সপ্তাহ আগে করোনা শনাক্ত হয়। এরপর মায়েরও করোনা পজিটিভ আসে। ক’দিন ধরে আমার শরীরেরও উপসর্গ দেখা দিলে টেস্ট করাই। ১০ জুলাই সকালে আমারও করোনা রেজাল্ট পজিটিভ এসেছে’।
তমা জানান, ১০ দিন আগে তার বাবা ও পারিবারিক গাড়ির চালক করোনায় আক্রান্ত হয়েছিলেন। সপরিবারে করোনায় আক্রান্ত হলেও মনোবল শক্ত রেখে প্রত্যেকেই বাসায় আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে তার ছোটভাই ও গাড়ির চালক সুস্থ হয়ে উঠছেন।
তবে তমা জানান, তার বাবার অবস্থার কিছুটা অবনতি হয়েছে। আগে থেকে ফুসফুসে সমস্যা ছিল। এজন্য বাবাকে নিয়ে একটু ভয় হলেও এখনও বাসায় চিকিৎসা করানো হচ্ছে। অবস্থার উন্নতি না হলে হাসপাতালে নেয়া হবে। তবে আমি এবং মা দুজনেই ভালো আছি। পুরো পরিবার যাতে করোনা জয় করে সুস্থতা লাভ করতে পারেন সেজন্য তমা মির্জা সকলের কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।