বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদের ছোট ভাই রাসেল আহমেদকে পুলিশ পিটানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে দড়ি বাঞ্ছারামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বাঞ্ছারামপুর মডেল থানার এএসআই মো. ওমর ফারুক এক আসামির বাড়িতে যাওয়ার পথে বাঞ্ছারামপুর সদরে ইসলামি হাসপাতাল মোড়ে রাসেল আহমেদ ও তার সহযোগীরা পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে পুলিশকে মারধরও করে তারা। পরে স্থানীয় লোকজন পুলিশকে রক্ষা করে। এ সময় রাসেল ও তার আরেক সহযোগী বাঞ্ছারামপুর পোড়াকান্দা পাড়ার মো. খলিলকে পুলিশ গ্রেফতার করে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, এএসআইকে মারধর করার ঘটনায় তাকে গ্রেফতার করে চালান করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।