বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চাঞ্চল্যকর নুরুল কবির হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন দিয়েছেন জেলা জজ আদালত। আর একজনকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজ রোববার সকালে জেলা জজ শফিকুর রহমান এ রায় ঘোষণা করেন।
আসামিরা হলো উবাচিং মার্মা, সাচিং মার্মা, মং হ্লা চিং মার্মা, রেজাউল, উমা প্রু মার্মা ও উকা হ্লা মার্মা।
আদালত সূত্রে জানা গেছে, রোয়াংছড়ির ছাইঙ্গ্যা এলাকার মৎস্য খামার থেকে ২০১১ সালের ১১ মার্চ নুরুল কবিরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। ঘটনার চারদিন পর রোয়াংছড়ির ত্রিশটিলা এলাকার পাহাড় থেকে নুরুল কবিরের গলা কাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পরে একই বছরের ২২ মার্চ নিহতের ভাই নুরুল আলম বাদী হয়ে রোয়াংছড়ি থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের বড় ভাই নুরুল আলম বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট নয়। আসামিদের ফাঁসি আশা করেছিলাম, আমরা উচ্চ আদালতে আপিল করব।’
প্রসঙ্গত, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।