Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাণীশংকৈল পৌরসভায় বন্যায় রাস্তার ভাঙ্গন, চলাচলে কয়েক হাজার মানুষের দূর্ভোগ

রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ৮:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বন্যায় রাস্তার ভাঙ্গনের সৃষ্টি হওয়ায় প্রায় ১০ হাজার জনগনের চলাচলে বেঘাত সৃষ্টি হয়েছে। জনবহুল রাস্তাটি দেখার কেউ নেই।
জানাগেছে, পৌর শহরে মহাসড়ক থেকে প্রায় ডের'শ গজ পশ্চিমে ইউনিয়ন ভূমি অফিস যাওয়ার পথে পাকা রাস্তাটি বন্যায় ভেঙ্গে (আরডিআরএস) সংস্থার পুকুরে নেমে গেছে। এতে করে পথযাত্রীদের চলাচলে চরম দূর্ভোগে পড়তে হয়েছে। এনিয়ে স্থানিয়রা পৌর মেয়রকে অবহিত করলে তিনি বলেন, ইতো মধ্যে রাস্তাটি নির্মানের টেন্ডার হয়েছে। জনগনের দাবী ছিলো রাস্তাটি দ্রুতগতিতে পৌর কর্তৃপক্ষ মেরামত করবেন। অথচ কারো কোন ভূমিকায় নেই। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় (আরডিআরএস) সংস্থা কর্তৃপক্ষকে দায়ী করেছে স্থানীয়রা। তারা অনিয়ম ভাবে রাস্তা ঘেসে পুকুর খনন করায় রাস্তাটির ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এমন মন্তব্য করলেন পথযাত্রীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ