বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়া। নিহত বাবুল কোম্পানীগঞ্জ উপজেলার লামাবাজার গ্রামের আমির হোসেনের ছেলে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন বাবুল মিয়ার সাথে থাকা একই গ্রামের চান মিয়ার ছেলে কয়েস মিয়া। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এনিয়ে গত দুই মাসে সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও খাসিয়াদের গুলিতে বাংলাদেশি পাঁচ নাগরিক মারা গেলেন।
বিজিবির দাবি, বাবুল হোসেন নামের ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে ঢুকে খাসিয়াদের বাগান থেকে আনারস চুরি করতে গিয়ে মারা গেছেন।
সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল জানান, শনিবার দুপুরে বাবুল ও কয়েস আনারস চুরি করতে অবৈধভাবে ভারত সীমান্তে প্রবেশ করেন। এসময় ভারতীয় খাসিয়ারা গুলি করলে বাবুল হোসেন মারা যান এবং গুলিবিদ্ধ অবস্থায় কয়েস মিয়া পালিয়ে আসেন। বর্তমানে কয়েস পলাতক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।