Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম কলেজ ও মহসীন কলেজ কেন্দ্রিক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুই পক্ষের ৪ ক্যাডার গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার বেলা আড়াই টা থেকে ৪টা পর্যন্ত টানা সংঘর্ষ চলাকালে কলেজ ক্যাম্পাসসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা দৃশ্যত রণক্ষেত্রে পরিণত হয়। গুলি ও বোমার শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়। সড়কে যানবাহন চলাচল, আশপাশের দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দুই পক্ষ থেমে থেমে একে অপরের প্রতি ইটপাটকেল ককটেল ছুড়ে মারে। দুই পক্ষের অবস্থান থেকে গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ৪ ক্যাডার। তাদের মধ্যে জীবন, বাপ্পি, ইমাম নামে তিনজনের পরিচয় মিলেছে। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনও থমথমে। ছাত্রশিবিরকে হটিয়ে ত্রিশ বছর পর দখলে নেওয়া ওই দুটি কলেজে আধিপত্য বিস্তারের লড়াই চলছে ছাত্রলীগের দুই পক্ষের। এক পক্ষে নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী অপর পক্ষ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ