বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : বন্দর উপজেলায় হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমার। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার ভোর ৪টায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দফতরের সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, ভোর ৪ টায় হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। অগ্নিকান্ডের পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি টিম প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে সকাল সাড়ে ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের গ্রিড মেইনটেনেন্স প্রকৌশলী প্রদীপ কুমার জানান, যে ট্রান্সফরমারটি পুড়ে গেছে তাতে ৭ থেকে ৮ হাজার লিটার ফার্নেস অয়েল ছিল। অগ্নিকান্ডের পর বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।