Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

উখিয়ায় গাছে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ, পুলিশের সন্দেহ হত্যা না আত্মহত্যা?

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ৩:৩৪ পিএম

উখিয়ার ইনানীর মুহাম্মদ শফির বিল এলাকা হতে গাছপ ঝুলন্ত শারমিন আক্তার তোফা (১৫) নামক এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

শনিবার (১১ জুলাই) সকালে উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জুর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে গলায় ফাঁস লাগাানো গাছের ডালে ঝুলানো অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করেন।

তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছুই বলতে পারছেনা পুলি।

স্থানীয়রা জানিয়েছে, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকার আলী আহমদের মেয়ে ও ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শারমিনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালে ঝুলতে দেখতে পায়।

খবর পেয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ ও ইনানী পুলিশ ফাড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্কুল ছাত্রীর মরদেহটি উদ্ধার করে।

পিতা আলী আহমদ জানান, সকালে ঘুম থেকে উঠে মেয়েকে ঘরে না দেখে খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশে গাছের ডালে ঝুলানো অবস্থায় মেয়ের সন্ধান মেলে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িত সন্দেহে নিহত মেয়ের ফুফাতো ভাইকে আটক করে নিয়ে আসলো পরে ছেড়ে দেওয়া হয়েছে।

সন্দেহ গাছের ডালে গলায় ফাঁসের লক্ষণ দেখে পরিবারসহ অনেকেরই সন্দেহ এটি হত্যা নাকি আত্মহত্যা।

উখিয়া থানার ডিউটি অফিসার জানান উদ্ধারকৃত স্কুল ছাত্রীর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ