বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া কুতুবের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চাঁদমারি এলাকার বাসা থেকে ঐ শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে আমরা হাসপাতালে গিয়ে ঐ শিক্ষার্থীর মরদেহ পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এমন করতে পারেন সেটি জানা যায়নি। এ বিষয়ে অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মো. মজনুর রশিদ বলেন, আমরা দুপুরের দিকে শিক্ষার্থীর মারা যাওয়ার ঘটনাটি শুনি। পারিবারিক কলহের জেরেই ঐ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা চাই না আর কোনো শিক্ষার্থী এমন ভুল সিদ্ধান্ত গ্রহণ করুক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।