বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে ২১টি মামলার আসামি আবু জাফর ওরফে খুনি আবু ওরফে বরিশালের আবু(৪০) কে আটক করেছে পুলিশ । শনিবার বিকেল ৫টায় খুলার ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। পুলিশ আবুর স্বীকারোক্তিতে শনিবার দিবাগত রাত ৩টায় তার নিজ বাড়িতে মাটি খুড়ে ১টি দেশী তৈরি বন্দুক ও ১রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করেছে।
থানার ওসি(তদন্ত) তারক বিশ্বাস বলেন, গত ১১ ফেব্রুয়ারি দক্ষিণ জামিরতলা নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণির কর্মচারী আওয়ামী লীগ কর্মী আব্দুল হামিদ দরানী(৬৫) কে মাদ্রাসার সামনে বসে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় আবু। এই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি(তদন্ত) তারক বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আবুকে ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রাম থেকে আটক করেন তিনি আরো জানান, জামিরতলা গ্রামের সুলতান ওরফে ইউসুফ ডাকাতের ছেলে আবু জাফর মাদ্রাসা কর্মচারী হামিদ দরানী হত্যা মামলার প্রধান আসামি।
থানা ওসি রাশেদুল আলম জানান, এ ছড়াও জাফরের বিরুদ্ধে খুলনা সদর, ডুমুরিয়া ও মোরেলগঞ্জ থানায় হত্যা, গুলি করে হত্যার চেষ্টা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ২১টি মামলা রয়েছে। এ ছাড়াও আবু জাফর খুলনার এক সময়ের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ছিলো। খুলনায় থাকাকালে আবু জাফর বরিশালের আবু ওরফে খুনি আবু নামে পরিচিত ছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।