বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরবনের বনদস্যু, বিষদস্যু, বন্যপ্রাণি শিকারিসহ সকল প্রকার বনঅপরাধ দমনে অভিযানে নেমেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী শুক্রবার বিকেল থেকে বাগেরহাটের শরণখোলা থানা পুলিশের পৃথক দুটি দল বনের বিভিন্ন অপরাধপ্রবন এলাকায় এ অভিযান শুরু করে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পুলিশ মহা পরিদর্শকের নির্দেশে তারা সুন্দরবনের অপরাধ দমনে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অফিস থেকে আনুষ্ঠানিকভাবে তাদের অভিযান শুরু হয়। ১০জন করে দুটি দলে ভাগ হয়ে এ অভিযান কার্যক্রম পরিচালনা পরিচালনা হবে।
ওসি জানান, মোরেলগঞ্জ সার্কেলেরে অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি দল বনের ভোলা এলাকায় এবং তার নেতৃত্বে বনের সুপতি এলাকায় অভিযান চলমান রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সুন্দরবনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।