Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার শ্যামনগরে ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ৪:৩৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্বকালিনগর গ্রামের একটি গাছে ঝুলে থাকা লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম গৌরপদ সরদার (৬০)। তিনি পূর্বকালিনগর গ্রামের অতুল কৃষ্ণ সরদারের পুত্র।
নিহতের জ্যাঠাতো ভাই তপন সরদার সাংবাদিকদের জানান, পাওনাদারদের ঋণের চাপে বেশ কিছুদিন ধরে গৌরপদ মানসিকভাবে অসুস্থ ছিলো। এক পর্যায়ে ঋণের চাপ সহ্য করতে না পেরে সবার অজান্তে গভীর রাতে নিজ বাড়ীর পাশে গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। ঋণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ