Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানসিক অবসাদে ভুগছেন জ্যাকুলিন ফার্নান্দেজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ৩:৫২ পিএম

শ্রীলঙ্কান সুন্দরী ও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিনয় দক্ষতা ও গ্ল্যামার্স উপস্থিতি দিয়ে মাত্র কয়েকবছরেই বি-টাউনে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ নায়িকা। তাই নানা কারণে আলোচলার কেন্দ্রবিন্দুতে থাকেন 'বড় লোকের বেটি' খ্যাত এই চিত্রতারকা।

গেল কয়েক সপ্তাহ ধরেই মানসিক অবসাদে ভুগছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে সেকথা জানালেন অভিনেত্রী নিজেই।

ভিডিওতে জ্যাকুলিনকে বলতে দেখা যায়, কয়েক সপ্তাহ ধরেই মানসিক অবসাদে ভুগছেন তিনি। অদ্ভুদ এক ভয় তার মনের মধ্যে বেড়ে উঠছে। তবে নিজেকে কোনোভাবেই হারাতে চান না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

তিনি আরও বলেন, 'এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে প্রতিনিয়ত যোগ ব্যায়াম করছি। সর্বদাই নিজের মনকে ভালো রাখার চেষ্টাও করছি। কেননা আমি জানি বেঁচে থাকা খুবই দরকার৷ জীবন মানুষের এক মূল্যবান সম্পদ।'

এদিকে দীর্ঘ তিন মাস পর সালমান খানের খামার বাড়ি ছেড়ে মুম্বাইয়ে এক বন্ধুর বাড়িতে উঠেছেন জ্যাকুলিন। শোনা যাচ্ছে, বন্ধুর একাকীত্ব দূর করতেই পানভেল থেকে এখানে চলে আসেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ