Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী সপ্তাহে হাইকোর্টে চালু হচ্ছে দ্বৈত বেঞ্চ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ১২:০০ এএম

আগামী রোববার থেকেই হাইকোর্টে বসছেন ভার্চুয়াল ডিভিশন (দ্বৈত) বেঞ্চ। গত বুধবার অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সভায় (ফুল কোর্ট রেফারেন্স) এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আপিল বিভাগের সকল বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি অংশ নেন। বিকেলে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার সাইফুর রহমান জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে ভার্চুয়ালি আদালত পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়। সেইসঙ্গে পর্যায়ক্রমে সকল বিচারপতিকেই কোর্ট পরিচালনার দায়িত্ব দেয়ারও সিদ্ধান্ত গৃহীত হয়। লজিস্টিক সাপোর্ট সাপেক্ষে হাইকোর্টের বেঞ্চ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় সভায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ