প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাবাকে শেষবারের মতো দেখতে দেশে ফিরেছেন এন্ড্রু কিশোরের ছেলে সপ্তক। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজশাহীতে পৌঁছে গেছেন তিনি। মেয়ে সঙ্গা ফিরলে তবেই বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। এমনটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সঙ্গীতশিল্পীর বোনজামাই ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস।
বিষয়টি সম্পর্কে গণমাধ্যমে বিপুল বিশ্বাস জানিয়েছেন, গতকাল বুধবার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় বিমানবন্দরে নামেন শিল্পীর ছোট ছেলে সপ্তক। সেখান থেকে সরাসরি তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেছেন, এন্ড্রু কিশোরের বড় মেয়ে সঙ্গা এখনও ফিরতে পারেননি। সে ১৩ জুলাই রাতে দেশে ফিরবেন। এরপর ১৪ জুলাই রাজশাহীতে পৌঁছাবেন। সে আসলেই আগামী ১৫ জুলাই মায়ের পাশে এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে।
দীর্ঘ ১০ মাস মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে গেল সোমবার (৬ জুলাই) রাজশাহীর মহিষবাথানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এন্ড্রু কিশোর। এদিন রাত ৯ টার দিকে মহানগরীর লক্ষীপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাস্পাতালের হিমঘরে শিল্পীর মরদেহ নেওয়া হয়।
জানা গেছে, পরিবারের সকল সদস্যদের উপস্থিতিতে আগামী ১৫ জুলাই রাজশাহীর সিএনবি মোড় এলাকার বাংলাদেশ চার্চের করবস্থানে মায়ের পাশে সমাহিত করা হবে প্ল্যেব্যাক সম্রাট খ্যাত এই সঙ্গীতশিল্পীকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।